কৃষকরা কিংবদন্তি : আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, কৃষিবিদরা যেমন কিংবদন্তি, কৃষকরাও তেমন কিংবদন্তি। সারা বাংলায় কৃষক লীগের সংগঠন গড়ে তুলতে হবে। কৃষকের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। তাদের ঐক্যবদ্ধ রাখতে হবে। পাশাপাশি অন্য সংগঠনগুলোকেও শক্তিশালী করতে হবে। তাহলেই আমরা শক্তিমান হবো।
সৈয়দ আশরাফ আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয় বলে জানায় বার্তা সংস্থা বাসস।
বঙ্গবন্ধুর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ জাতীয় শোক দিবসের ৪০ দিনের কর্মসূচি পালন করছে উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক বলেন, আমরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনা করেছি। আমাদের এবারের শোকসভার মূল লক্ষ্য ছিল বঙ্গবন্ধুকে সর্বজনীন করা। এ বছর শোকদিবস ভিন্নভাবে পালন করে আমরা শোককে শক্তিতে পরিণত করার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চাই।
কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জমান ভূঁইয়া ডাবলু, কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক রেজা প্রমুখ বক্তব্য দেন।
‘২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনা উপযুক্ত ও সঠিক তদন্ত করে যারা সত্যিকারভাবে দায়ী- তাদের বিচার করা হোক’- বিএনপি নেতা নজরুল ইসলাম খানের এমন বক্তব্যের জবাবে মাহবুব-উল-আলম হানিফ বলেন, আপনারা যখন ক্ষমতায় ছিলেন গ্রেনেড হামলা তখন হয়েছিল। আপনাদের সরকার তখন কী করেছে? আপনার বক্তব্য শুনে মনে হয়, আপনারা তখন কোনো তদন্ত করেননি।
আওয়ামী লীগ নেতা হানিফ আরো বলেন, আজকে যখন তদন্তের মাধ্যমে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় জড়িতদের কথা উঠে এসেছে বিএনপির লোকের নাম- তখন বিএনপি নেতারা বলছেন সঠিক তদন্ত চাই। আওয়ামী লীগ ন্যায়বিচারের বিশ্বাসী। এ কারণেই এই মামলার বিচার শুরু হয়েছে। দোষীদের এ মামলা থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। সঠিক তদন্তের মাধ্যমে এই মামলার সুষ্ঠু বিচার হবেই।