রাজবাড়ীতে সাড়ে ৭ হাজার বোতল ফেনসিডিল ধ্বংস
‘মাদককে না বলুন’, ‘যে নেশা করতে বলে সে বন্ধু নয়’সহ নানা স্লোগানকে সামনে রেখে আজ শনিবার সকালে রাজবাড়ীতে প্রথম আলো বন্ধুসভা ও জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি শহীদ স্মৃতি চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী আদালত চত্বরে পুরোনো জেলা কারাগারের সামনে গিয়ে শেষ হয়। এখানে আদালতে রাখা দীর্ঘদিন ধরে পুলিশের জব্দ করা সাড়ে সাত হাজার বোতল ফেনসিডিল, গাঁজা, বিয়ারসহ বিভিন্ন ধরনের মাদক ধ্বংস করা হয়।
এখানে এক সমাবেশে বক্তব্য দেন রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ, সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম, জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু হাসান খায়রুল্লাহ, জ্যেষ্ঠ বিচারিক হাকিম সৈয়দ মোস্তফা রেজা নুর, বন্ধুসভার সভাপতি প্রদ্যুৎ কুমার দাস প্রমুখ।
পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, সমাজ থেকে মাদকদ্রব্য নির্মূল করতে অভিযান চলমান থাকবে। মাদক বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছে। মাদক থেকে আমাদের তরুণ ও যুবসমাজকে মুক্ত রাখতে মাদকদ্রব্য ধ্বংসের পাশাপাশি সচেতনতামূলক এই কর্মসূচি।