ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ ও কালো ব্যাজ ধারণ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/03/18/photo-1521359962.jpg)
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও পুলিশি হেফাজতে ছাত্রদল নেতা জাকির হোসেন মিলনের মৃত্যুর প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ সমাবেশ ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।
আজ রোববার সকাল ১০টায় শহরের ফায়ার সার্ভিস সড়কের দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ পালন করা হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি।
এ সময় খালেদা জিয়ার কারামুক্তি দাবি করেন স্থানীয় নেতারা। অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার, নির্যাতন, গুম, হত্যা এবং পুলিশের হেফাজতে ছাত্রদল নেতা জাকির হোসেন মিলনের মৃত্যুর তীব্র প্রতিবাদ জানানো হয়।
গত ৬ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে ফেরার পথে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসভাপতি ও তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মিলনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁকে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে ১০ মার্চ তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেদিন থেকে কারাগারেই বন্দি ছিলেন তিনি। ১২ মার্চ সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে এক কারারক্ষী জাকিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সকাল পৌনে ৯টার দিকে চিকিৎসকরা জাকিরকে মৃত ঘোষণা করেন।
এরপর জাকিরের পরিবার ও বিএনপির কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, পুলিশি রিমান্ডের নামে নির্যাতনে জাকিরের মৃত্যু হয়েছে।