জঙ্গি অর্থায়ন : আদালতে তিন আইনজীবীর জবানবন্দি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/23/photo-1440322757.jpg)
জঙ্গি তৎপরতায় অর্থ সহায়তার অভিযোগে গ্রেপ্তার সুপ্রিম কোর্টের তিন আইনজীবী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ রোববার চট্টগ্রামের বাঁশখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন তাঁদের জবানবন্দি নেন। এর পর বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের চট্টগ্রামের হাটহাজারী থানায় অন্য একটি মামলায়ও রিমান্ড আবেদন করা হবে। গত ২১ ফেব্রুয়ারি বাঁশখালীর দুর্গম লটমনি পাহাড়ে ‘শহীদ হামজা ব্রিগেড’ নামে একটি জঙ্গি আস্তানায় অভিযান চালায় র্যাব। সেখান থেকে আটক ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে ১৮ আগস্ট ঢাকার ধানমণ্ডি থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট মো. হাসানুজ্জামান লিটন ও অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপনকে গ্রেপ্তার করে র্যাব।
বাঁশখালী আদালতের সরকারি কৌঁসুলি বিকাশ রঞ্জন ধর জানান, চার দিনের রিমান্ড শেষে আজ তিনজনকেই আদালতে আনা হয়। তাঁদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে।
এর আগে র্যাবের চট্টগ্রাম জোনের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার তিন আইনজীবীকে চার দিনের রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে জবানবন্দি নেওয়ার জন্য সকালে আদালতে পাঠানো হয়। তিনি বলেন, তথ্য-প্রমাণের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। জঙ্গিদের অর্থ সহায়তা দেওয়ার কথা আসামিদের অস্বীকার করার উপায় নেই।
অন্যদিকে, ব্যারিস্টার শাকিলার আইনজীবী আবদুস সাত্তার দাবি করেন, আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। তাঁদের মক্কেলদের মামলা পরিচালনার জন্য টাকা নিয়েছিলেন। পরে সেই টাকা ফেরত দিয়েছেন।
এ ছাড়া আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কফিল উদ্দিন বলেন, ‘ব্যারিস্টার শাকিলা আদালতকে জানিয়েছেন, জঙ্গি অর্থায়নের মতো তাঁর কোনো টাকা নেই। তবে উচ্চ আদালতে জামিনের জন্য যেসব আসামির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন, তাঁরা জামিন না পাওয়ায় তাঁদের টাকা তিনি ফেরত দিয়েছেন।’
আসামিরা আদালতের কাছে দাবি জানান, জীবনযাপনের মান অনুযায়ী যেন কারাগারে তাঁদের জন্য ব্যবস্থা নেওয়া হয়। আদালত তাঁদের এ আবেদন মঞ্জুর করেন।
জঙ্গি অর্থায়নের অভিযোগে ১৮ আগস্ট রাতে রাজধানীর ধানমণ্ডি থেকে তিন আইনজীবীকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন বাঁশখালীর আদালতে তাঁদের হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নেওয়া হয়। গত বুধবার চট্টগ্রামের পতেঙ্গায় সংবাদ সম্মেলনে র্যাব দাবি করে, ‘শহীদ হামজা ব্রিগেড’ নামের চট্টগ্রামভিত্তিক নতুন জঙ্গি সংগঠনের জন্য সংগৃহীত এক কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকার মধ্যে গ্রেপ্তার তিন আইনজীবী এক কোটি আট লাখ টাকা দিয়েছেন। এর মধ্যে শাকিলা দুই দফায় ২৫ লাখ ও ২৭ লাখ করে মোট ৫২ লাখ টাকা, মো. হাসানুজ্জামান ৩১ লাখ এবং মাহফুজ চৌধুরী ২৫ লাখ টাকা দিয়েছেন।