শরীয়তপুরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
শরীয়তপুরের তুলাসার ইউনিয়নের উপরগাঁও গুচ্ছগ্রাম এলাকায় সজীব সরদার (২১) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত সজীব শরীয়তপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নীলকান্দি গ্রামের বাসিন্দা। তিনি রিকশাচালক ছিলেন।
পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানায়, গতকাল বুধবার রাত ৯টার পরে দুর্বৃত্তরা সজিবের গলা কেটে হত্যা করে। এরপর তাঁকে উপরগাঁও গুচ্ছগ্রাম মোতালেব খার ফসলি জমিতে ফেলে রাখে। সজীবের পায়ের হাঁটুর কাছের রগগুলো কাটা অবস্থায় পাওয়া যায়। সকালে স্থানীয়রা একটি লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ লাশটি উদ্ধার করে।
ওসি বলেন, দীর্ঘদিন ভাড়ায় একটি রিকশা চালিয়ে সংসার চালাতেন সজিব। সংসারে একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। ময়নাতদন্ত শেষ হলে বলা যাবে তাঁর সঙ্গে কি হয়েছিল। অপরাধীদের আটকের চেষ্টা চলছে।