নীলফামারীতে ইউএনও কার্যালয় ভাঙচুর, উপজেলা চেয়ারম্যান ও ইউএনও লাঞ্ছিত

দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে নীলফামারীর ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ভাঙচুর করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় ইউএনও ও উপজেলা চেয়ারম্যান লাঞ্ছিত হন। গতকাল বুধবার পুলিশের উপস্থিতিতেই ডোমার উপজেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ২৪টি হাট বাজারের আগামী বছরের ইজারার দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল। উপজেলা আওয়ামী লীগসহএর সব অঙ্গ-সংগঠনের নেতারা অন্যদের দরপত্র জমা দেওয়ায় বাঁধা দেন। এ নিয়ে সকাল থেকেই উপজেলা কার্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দফায় দফায় তা নিরসনের চেষ্টা করেও ব্যার্থ হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর মধ্যেই আওয়ামী লীগের বাইরে অনেকেই দরপত্র জমা দেন। বিকালে দরপত্র খোলা হলে আওয়ামীগের নেতা-কর্মীদের বাইরে অনেকে দরপত্র পান। এই নিয়ে অশান্ত পরিবেশ সৃষ্টি করে উপজেলা আওয়ামী লীগসহএর সব অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় তাদের হাতে সরকার দলীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া ও উপজেলা নির্বাহী অফিসার শফিউর রহমান লাঞ্ছিত হন। আওয়ামী লীগ নেতা-কর্মীরা উপজেলা পরিষদেও ভাঙচুর চালায়। এ কারণে ইউএনও শফিউর রহমান দরপত্র কার্যক্রম স্থগিত করে আগামী রোববার পুনরায় দরপত্র জমাদানের ব্যাবস্থা নেওয়ার ঘোষণা দেন।
এ ব্যাপারে ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া ও ইউএনও শফিউর রহমানের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা ফোন রিসিভ করেননি।