লক্ষ্মীপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা
লক্ষ্মীপুর সদর উপজেলার ভাঙ্গাখাঁ ইউনিয়ন যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মো. বাবলুকে (২৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই ইউনিয়নের নেয়ামতপুর দোলাকান্দির একটি খাল থেকে তাঁর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। নিহত বাবলু রাধাপুর গ্রামের হাবিব উল্লাহ আজগরের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী আনোয়ার হোসেন কাজল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁর শরীরে পাঁচটি গুলির আঘাত রয়েছে।
ভাঙ্গাখাঁ ইউনিয়নের যুবদলের সভাপতি আবু সৈয়দ পিন্টু নিহত বাবলুর রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন। নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, বুধবার বিকেলে বাবলু বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। সকালে নেয়ামতপুর দোলাকান্দির একটি খালে তাঁর লাশ ভাসতে দেখা যায়।
লক্ষ্মীপুর সদর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূরজাহান বলেন, লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।