শেরপুরে নিখোঁজের তিনদিন পর কৃষকের লাশ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের সালদা গ্রামের কৃষক আবদুল কুদ্দুছের (৫৫) লাশ আজ সোমবার বিকেলে উপজেলার মালিঝি খাল থেকে উদ্ধার করা হয়েছে। নিহত কুদ্দুছ সালদা গ্রামের আবদুল কাদেরের ছেলে।
নিহত আবদুল কুদ্দুছের বড় ছেলে হাবিল উদ্দিন জানিয়েছেন, তাঁর বাবা গত শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন। তাঁরা অনেক খোঁজাখুঁজির পরও বাবার সন্ধান পাননি।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।