লক্ষ্মীপুরে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি গ্রেপ্তার
লক্ষ্মীপুরে মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া পলাতক আসামি মো. তৈয়ব আলীকে (৩৬) শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ সোমবার রাত পৌনে ৯টার দিকে লক্ষ্মীপুর পৌর লামচরি এলাকার শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তৈয়ব আলীর বাড়ি রামগঞ্জ উপজেলার শিবপুর গ্রামে।
লক্ষ্মীপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০০০ সালের একটি হত্যা মামলায় আদালত তৈয়ব আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদে অভিযান চালিয়ে শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।