র্যাব বিলুপ্তির প্রশ্নই আসে না : স্বরাষ্ট্রমন্ত্রী
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তির কোনো প্রশ্নই আসে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, র্যাব দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব বলেন।
সম্প্রতি ছাত্রলীগ নেতা আরজু মিয়া হত্যার ঘটনায় র্যাবের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়ে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘মামলা হয়েছে। আদালত নির্দেশনা দিয়েছেন। আদালতের নির্দেশনা মেনে আমরা কাজ করব।’
নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারত ফেরত দিলে তাঁকে গ্রহণ করার বিষয়ে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা আছে বলে সাংবাদিকদের জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে ফিরলে আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এ সময় ক্রসফায়ার নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ক্রসফায়ারের যে অভিযোগ করা হচ্ছে, এগুলো বিভিন্ন বাহিনী তাঁর আইন অনুযায়ী বিভাগীয় তদন্ত ও অনুসন্ধান করছে।’
বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে দেশ-বিদেশের নানা সংস্থার র্যাব বিলুপ্তির দাবির বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব কার্যকর ভূমিকা রাখছে।’ এ সময় র্যাবের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বাহিনীটির প্রশংসা করেন তিনি।