চাঁদপুরে কোহিনূর হত্যা : প্রধান আসামিসহ গ্রেপ্তার ২
চাঁদপুরে মহিলা আওয়ামী লীগের কর্মী কোহিনূর হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে চাঁদপুরের পৃথক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শামসুন্নাহার এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বাড়ির মালিক নয়ন বেগম (৩৫) ও বাড়ির তত্ত্বাবধায়ক রফিক (৫০)।
পুলিশ জানায়, গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার তরপুচণ্ডি ইউনিয়নের সেনের দীঘিরপাড় এলাকায় মামা ধনু মিজির বাড়ি থেকে নয়নকে এবং সন্ধ্যায় রফিককে চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে গ্রেপ্তার করা হয়।
গত শনিবার শহরের রহমতপুর আবাসিক এলাকায় একতলা পাকা ভবনের একটি ভাড়া ফ্ল্যাটে এ হত্যাকাণ্ডের পর কোহিনূরের বড় ভাই আব্দুল মালেক বাড়ির মালিক নয়ন বেগমকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় হত্যা মামলা করেন।
চাঁদপুরের পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শামসুন্নাহার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোহিনূরকে হত্যার কথা স্বীকার করেছেন নয়ন বেগম। তিনি সুদের ব্যবসা করতেন। কোহিনূরের কাছ থেকে বেশ কিছু টাকা নেন। গত কয়েক মাস ধরে সুদের টাকা দিতে পারছিলেন না। এ নিয়েই সৃষ্ট বিরোধের জের ধরে সহযোগীদের নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে কোহিনূরের লাশ খাটের নিচে ফেলে রেখে পালিয়ে যান। তবে কত টাকা নেওয়া হয়েছিল সে বিষয়ে পুলিশ সুপার কিছু জানাতে পারেননি।