র্যাবের গুলিতে পা হারানো লিমনের বাড়িতে আগুন, ভাংচুর
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গুলিতে পা হারানো ঝালকাঠির রাজাপুরের কলেজছাত্র লিমন হোসেনের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা এ অগ্নিসংযোগ ঘটিয়েছে বলে অভিযোগ লিমনের পরিবারের।
গতকাল শনিবার রাতে উপজেলার ইঁদুরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
লিমনের মা হেনোয়ারা বেগম অভিযোগ করেন, জমি নিয়ে তাঁদের সঙ্গে একই এলাকার আবদুল হাইয়ের বিরোধ রয়েছে। সম্প্রতি তাঁরা নিজেদের জমিতে আধাপাকা একটি বাড়ি নির্মাণের কাজ শুরু করলে প্রতিপক্ষের লোকজন বাধা দিতে শুরু করে। এরই মধ্যে আধাপাকা ঘরের এক পাশের দেয়াল ও নয়টি পিলার নির্মাণের কাজ শেষ হয়।
‘গতকাল দিবাগত রাতে প্রতিপক্ষের লোকজন দেয়াল ও পিলারগুলো ভেঙে গুঁড়িয়ে দেয়। তারা পিলারের রড কেটে নিয়ে যায়। এ সময় প্রতিপক্ষের দেওয়া আগুনে বসতঘরসংলগ্ন রান্নাঘর পুড়ে যায়,’ যোগ হেনোয়ারা বেগম।
আগুন দেখে লিমনের বাবা তোফাজ্জেল হোসেন ও মা হেনোয়ারা বেগম চিৎকার শুরু করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে পানি ঢেলে আগুন নেভান।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, আজ সকালে এ ঘটনায় জড়িত সন্দেহে মো. ফিরোজ নামের একজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।