বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে আশুগঞ্জে একসঙ্গে কাজ করার আহ্বান
বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রওশন আরা জলিল উচ্চবিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের হলরুমে এক মতবিনিময় সভায় বক্তারা এ আহ্বান জানান। আজ বুধবার দুপুর ১২টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, বাল্যবিবাহ রোধ ও ইভটিজিং একটি সামাজিক ব্যাধি। এটা রোধ করতে মেয়েদের শিক্ষিত করে তুলতে হবে এবং এর কোনো বিকল্প নেই।
পাশাপাশি বাল্যবিবাহ ও ইভটিজিং রোধ করতে সমাজের সব শ্রেণির মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
রওশন আরা জলিল উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও উপজেলা সুজনের সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আশুগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা মকবুল, এএসপি (সদর সার্কেল) মো. শাহরিয়ার আল মামুন, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল আজাদ, বিদ্যালয়ের শিক্ষার্থী আন্নি রহমান, নাসরিন সুলতানা, সুম্মি আক্তার, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।