আব্দুল মান্নান ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
সাভারে এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মো. মোসাদ্দেক আলী প্রতিষ্ঠিত আলহাজ্ব আব্দুল মান্নান ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।
আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার গোহাইলবাড়িতে কলেজ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও মশাল প্রজ্বালন করে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ হাসমত আলী। এ সময় উপস্থিত ছিলেন কলেজটির প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. মোসাদ্দেক আলী।
সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা প্রাণবন্ত অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতা ঘিরে দীর্ঘদিন পর শিক্ষক–শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দ–উচ্ছ্বাস মেতে উঠেছেন।
১৫ বছরের বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের পতনের পর কলেজের প্রতিষ্ঠাতা ও দাতাদের কাছে পেয়ে গোটা কলেজ প্রাঙ্গণ হয়ে উঠে জমজমাট ও আনন্দমুখর। তাদের উপস্থিতিতে শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে নিজেদের ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করেন।
১০০ ও ২০০ মিটার দৌড়, ভারসাম্য দৌড়, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, গোলক নিক্ষেপ, বল নিক্ষেপ, বিস্কুট দৌড়, পিলো পাসিং, যেমন খুশি তেমন সাজোসহ ১৮টি ইভেন্টে অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা।
বিকেলে বর্ণাঢ্য আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন কলেজের প্রতিষ্ঠাতা ও এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মো. মোসাদ্দেক আলী। শিক্ষায় অনগ্রসর ও অবহেলিত এলাকাটিতে উচ্চ শিক্ষার আলো ছড়ানোর ব্রত নিয়ে ১৯৯৫ সালে বাবা আলহাজ্ব আব্দুল মান্নানের নামে এই কলেজ প্রতিষ্ঠা করেন তিনি।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত রয়েছেন আলহাজ্ব আব্দুল মান্নান ডিগ্রী কলেজের বিদ্যোৎসাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন বাবুল ও অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মান্নান খান।