নার্সকে ‘ধর্ষণের’ ঘটনায় হাসপাতালের মালিক রিমান্ডে
নার্সকে ‘ধর্ষণের সময়’ ভিডিও ধারণের অভিযোগে নাটোরের আল সান হাসপাতালের মালিক শফিউল আলম বাবলুকে দুদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে এই আদেশ দেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা মিঠুন কুমার সরকার আসামি বাবলুকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাতদিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম রবিউল ইসলাম দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, শহরে বোনের বাসায় থেকে আল-সান হাসপাতালে চাকরি করতেন ওই নার্স। সম্প্রতি হাসপাতালের মালিক শফিউল আলম বাবলু তাঁর ব্যক্তিগত চেম্বারে ডেকে নিয়ে তাঁকে ধর্ষণ করেন এবং ভিডিওচিত্র ধারণ করেন। সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নার্সকে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে বাধ্য হয়ে নার্স তাঁর পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এরপর পরিবারের সদস্যরা পুলিশে অভিযোগ করেন।
এরপর গত শনিবার রাত ৮টার দিকে আল-সান হাসপাতাল থেকে বাবলুকে আটক করে পুলিশ। এ সময় ধারণ করা ভিডিওটি উদ্ধার করা হয়।