মিয়ানমার থেকে ফেরা ২৫ কিশোরকে রেড ক্রিসেন্টে হস্তান্তর

মিয়ানমার থেকে ফিরিয়ে আনা ১২৫ বাংলাদেশির মধ্যে ২৫ কিশোরকে আদালতের মাধ্যমে রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া এ দিন আরো দুজনের বয়স নির্ধারণের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বুধবার দুপুর ২টার দিকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম অরুণ পালের আদালতে ২৭ জনকে হাজির করা হয়। এর মধ্যে ২৫ জনকে রেড ক্রিসেন্টের কাছে এবং বাকি দুজনকে হাসপাতালে পাঠানোর আদেন বলে জানান কক্সবাজার রেড ক্রিসেন্টের সেক্রেটারি আবু হেনা মোস্তফা কামাল।
এসব কিশোরের বাড়ি কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায়। আজকের মধ্যে সবাইকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান রেড ক্রিসেন্ট কর্মকর্তা।
অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ জানান, তথ্য যাচাই-বাছাই শেষে কাল বৃহস্পতিবার বাকি ১০০ জনকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।