নাটোরে জেএমবির ৪ সদস্য ‘কারাগারে’
নাটোরে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য সন্দেহে আটক চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. রবিউল ইসলাম এ আদেশ দেন।
ওই চারজন হলেন আনিছুর রহমান, ফজলুর রহমান, শফিকুল ইসলাস ও জাকির হোসেন। তাঁদের পক্ষে কেউ জামিনের আবেদন না করায় আদালত ২৭ মে পরবর্তী দিন ধার্য করে ওই চারজনকে কারাগারে পাঠিয়ে দেন।
গত ১৩ মার্চ নাটোরের উত্তরা গণভবন পাশের একটি বাড়ি থেকে ওই চারজনকে আটক করা হয়। এ সময় হাতবোমা ও সাংগঠনিক বই উদ্ধার করে পুলিশ।