গোপালগঞ্জে পিকআপচাপায় নিহত ১

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পিকআপ ভ্যানচাপায় ফিরোজ খান (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার ধূসর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় পিকআপ ভ্যানচালক ফিরোজকে (২৭) আটক করছে পুলিশ। নিহত ফিরোজ উপজেলার পশ্চিম রাতইল গ্রামের হারেজ খানের ছেলে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সড়ক পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান ফিরোজ খানকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পিকআপ ভ্যানচালককে আটক করা হয়েছে। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।