ধরলা সেতুর টোলের প্রতিবাদে শিক্ষার্থীদের অবরোধ
কুড়িগ্রামের ধরলা সেতু পারাপারে নতুন করে টোল আরোপের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে আরোপিত টোল প্রত্যাহারের দাবিতে শহরের কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার জিরো পয়েন্টে কুড়িগ্রাম-রংপুর, কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী ও কুড়িগ্রাম-চিলমারী সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে সমাবেশ করে শিক্ষার্থীরা।
এ সময় বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, জেলা ছাত্রলীগের সভাপতি ওায়াহেদুন্নবী সাগর, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিব প্রমুখ।
বক্তারা বলেন, ধরলা সেতু উদ্বোধন হওয়ার পর থেকে শুধু বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রো ও কাভার্ডভ্যানে টোল আদায় করা হতো। দারিদ্র্যপীড়িত জেলা হিসেবে অন্যান্য পরিবহনের ওপর টোল মওকুফ ছিল।
কিন্তু গতকাল বুধবার সকাল থেকে বাইসাইকেল, মোটরসাইকেল, রিকশা, ভ্যানগাড়ি, ঠেলাগাড়ি, গরুরগাড়ি, অটোরিকশাসহ সব ধরনের যানবাহনে টোল আদায় করা হচ্ছে।
অবিলম্বে আরোপিত টোল প্রত্যাহার করা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে সমাবেশ থেকে হুঁশিয়ারি দেন বক্তারা।