শিক্ষার্থীকে ডেকে নিয়ে জিম্মি, মুক্তিপণ দাবি
সাভারে বাড়ি থেকে ডেকে নিয়ে মনজুর আলী মুন্না (১৯) নামের এক কলেজ শিক্ষার্থীকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে।
মুন্নার পরিবারের দাবি, গত মঙ্গলবার বিকেলে মুন্নাকে সাভারের আড়াপাড়া এলাকার জনৈক সামসুল হকের ভাড়া বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে গতকাল শুক্রবার অপহরণকারীরা ফোন করে মুক্তিপণ দাবি করে বলে জানিয়েছে তাঁর পরিবার। এ বিষয়ে গতকাল সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
মুন্নার মা জাহানারা বেগম আজ শনিবার সকালে এনটিভি অনলাইনকে বলেন, ‘আমার ছাওলেক (ছেলে) বাসা থেকে ডেকে নিছে। আর্টিস্টের কাজের কথা কয়ে। লিয়ে এখন তিন লাখ টাকা দাবি করে। টাকা দিলি ছেইড়ি দিবি।’
পরিবারের বরাত দিয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘অভিযোগ পেয়েছি মুন্না নামের এক কলেজছাত্র অপহৃত হয়েছেন। সাভারের নামা বাজার এলাকায় কাজের কথা বলে কে বা কারা তাঁকে মোবাইলে ফোন করে ডেকে নিয়ে যায়। এর পর থেকে তিনি নিখোঁজ। গতকাল তাঁর পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। সেই সঙ্গে টাকা দিতে দেরি হলে বা পুলিশকে জানালে তারা মুন্নাকে হত্যার হুমকিও দেয় ।’
অপহৃত মুন্নাকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চলছে বলেও জানান ওসি।
মনজুর আলী মুন্না সাভার বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার চন্দপুর অবদা গ্রামে। তাঁর বাবার নাম মান্নান আলী।