বগুড়ায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষ, চালকসহ নিহত ২
বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। উপজেলার শেরুয়া বাজার এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে আজ শনিবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পিকআপ ভ্যানের চালক শ্যামল শাহ (৩০) ও তাঁর সহকারী পলাশ (২২)। তাঁদের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলায়। তাঁদের লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হাশমী জানান, সকালে পাথরবোঝাই ঢাকাগামী একটি ট্রাক শেরুয়া বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাচবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক শ্যামল নিহত হন। চালকের সহকারী পলাশসহ আহত হন তিনজন। তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পলাশ সকাল ১০টার দিকে মারা যান।