চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/19/photo-1424354557.jpg)
চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় গতকাল বুধবার দিবাগত রাতে মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি কামরায় পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে চারটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ছবি : এনটিভি
চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় গতকাল বুধবার দিবাগত রাতে মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি কামরায় পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে চারটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
চাঁদপুর রেলওয়ে স্টেশনমাস্টার মোহাম্মদ হোসেন মজুমদার জানান, চাঁদপুর-চট্টগ্রাম পথে চলাচলকারী মেঘনা আন্তনগর এক্সপ্রেস ট্রেন গতকাল রাত ১২টায় চাঁদপুরে এসে পৌঁছায়। দিবাগত রাত দেড়টার দিকে চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় ট্রেনের একটি কামরায় পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে চারটি আসন পুড়ে যায়। খবর পেয়ে রেলের কর্মচারী ও স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্টেশনমাস্টার জানান, এই ঘটনায় কেউ হতাহত হননি। আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষতিগ্রস্ত কামরাটি রেখে আজ বৃহস্পতিবার ভোর ৫টায় ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।