মানিকগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত ২
মানিকগঞ্জের শিবালয় উপজেলার রূপসা গ্রামে গতকাল বুধবার রাতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা গৃহকর্তা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে আহত করেছে। প্রথমে তাঁদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ওই বাড়ির লোকজন জানান, ডাকাতরা স্বর্ণালংকার, ইউরোসহ ১০ লাখেরও বেশি টাকার মালামাল নিয়ে গেছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ডাকাতির খবর শুনে রাতেই সহকারী পুলিশ সুপার (শিবালয় সার্কেল) হারুন উর রশিদসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ লুট হওয়া মালামাল উদ্ধারসহ ডাকাতদের ধরতে অভিযান চালাচ্ছে।
এলাকাবাসী জানায়, বুধবার রাত ২টার দিকে ১০-১২ জনের মুখোশ পরা ডাকাতদল বাড়ির গেট ভেঙে ঘরে ঢুকে বাড়ির লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় বাড়ির লোকজন বাধা দিলে ডাকাতরা বাড়ির মালিক লুৎফর রহমান (৩৫) ও তাঁর স্ত্রী লিপি বেগমকে (২৬) কুপিয়ে আহত করে।
পরিবারের লোকজন জানান, ডাকাতরা ঘরের স্টিলের আলমারি ভেঙে ৪০ হাজার টাকা, দুই হাজার ৫০০ ইউরো, ২০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। পরে প্রতিবেশীরা এসে তাঁদের উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে।
মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবদুল মালেক বলেন, আহত দুজনই মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।