গুরুদয়াল কলেজে বহিরাগতদের হাতে উপাধ্যক্ষ লাঞ্ছিত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/30/photo-1440942863.jpg)
কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজে বহিরাগত সন্ত্রাসীদের হাত থেকে এক ছাত্রকে বাঁচাতে গিয়ে কলেজের উপাধ্যক্ষ ফজলুল হক সাগর লাঞ্ছিত হয়েছেন। আজ রোববার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে বিকেলে কলেজের শিক্ষক পরিষদ জরুরি সভা করে। এতে বহিরাগত সন্ত্রাসীদের সহযোগিতা করার অভিযোগে এক ছাত্রকেও বহিষ্কার করার সিদ্ধান্ত হয়। এ ছাড়া শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ ও কলেজ বহিরাগতমুক্ত করার দাবিতে আগামীকাল সোমবার শিক্ষক ও শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কলেজের একাদশ শ্রেণির আলী সাহাল খান নামে এক ছাত্রকে দলবল নিয়ে কলেজ থেকে ধরে নিয়ে যেতে আসে বহিরাগত রাকিব মিয়ার নেতৃত্বে একদল যুবক। রাকিব কলেজের পাশের কুটিগির্দ্দি এলাকার আবু তাহেরের ছেলে।
সাহাল খানের চিৎকার শুনে কলেজের উপাধ্যক্ষ ফজলুল হক সাগরসহ তিন শিক্ষক এগিয়ে যান। এ সময় শিক্ষকরা কয়েকজন বহিরাগতকে জাপটে ধরে ফেলেন। তখন অন্য বহিরাগতরা উপাধ্যক্ষকে লাঞ্ছিত ও শিক্ষকদের ধাক্কা দিয়ে আটকদের জোর করে ছিনিয়ে নিয়ে যায়।
উপাধ্যক্ষ অধ্যাপক ফজলুল হক সাগর এনটিভি অনলাইনকে জানান, বহিরাগতদের উৎপাতে কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা অতিষ্ঠ হয়ে পড়েছে। কলেজের পক্ষ থেকে প্রায়ই এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা এখন শিক্ষকদেরও হেনস্থা করতে পিছপা হচ্ছে না। কাজেই কলেজে স্থায়ীভাবে পুলিশ মোতায়েন করা প্রয়োজন। ক্যাম্পাসে পুলিশ না থাকলে বহিরাগতদের দমানো যাবে না।
কলেজ অধ্যক্ষ অধ্যাপক রামচন্দ্র রায় বলেন, শিক্ষক লাঞ্ছনার ঘটনায় শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক এ কে মাজহারুল হক বাদী হয়ে বহিরাগত রাকিব মিয়াকে প্রধান আসামি করে একটি মামলা করেছেন।
এ ঘটনায় বহিরাগতদের সহযোগিতা করার অভিযোগে একাদশ শ্রেণির এক ছাত্রকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, বহিরাগতদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।