চট্টগ্রামে জঙ্গি সন্দেহে মাদ্রাসাশিক্ষকসহ আটক ২৫
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/19/photo-1424361214.jpg)
চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে জঙ্গি সন্দেহে তিন মাদ্রাসাশিক্ষকসহ ২৫ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
আজ বৃহস্পতিবার বিকেলে হাটহাজারীর আলীপুর এলাকার ‘এ কে শাহেনা’ নামক চারতলা ভবন ও এর আশপাশ থেকে তাঁদের আটক করা হয়।
র্যাব ৭-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে চারতলা ভবনে অভিযান চালিয়ে ২০ জনকে এবং এর আশপাশ থেকে আরো পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে বেশকিছু জেহাদি বই ও সিডি উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, আটককৃতদের মধ্যে ‘এ কে শাহেনা’ ভবনের পাশের ‘ইসলামী আদর্শ একাডেমি’র অধ্যক্ষ মাওলানা মাহাবুব আলম এবং ‘মাদ্রাসা তুল আবু বকর’-এর দুই শিক্ষক মোহাম্মদ হারুন ও মোহাম্মদ ওসমান রয়েছেন।