সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের প্রশ্রয়দাতাদের সঙ্গে ঐক্য নয় : শিল্পমন্ত্রী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/05/13/photo-1526150866.jpg)
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ একটি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। যারা এদের প্রশ্রয় দেয়, তাদের সঙ্গে জাতীয় ঐক্য করা সম্ভব নয়।’
শনিবার দুপুরে ঝালকাঠির একটি কমিউনিটি সেন্টারে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূলের ভাবনা এবং দলীয় গণতান্ত্রিক চর্চা’ প্রশিক্ষণ ও জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ হচ্ছে উপমহাদেশের মধ্যে অন্যতম একটি গণতান্ত্রিক দল। এখানে তৃণমূল পর্যায়ে গণতন্ত্র চর্চা হয়। যারা গণতন্ত্র ও সংবিধান মানে না তাদের সঙ্গে কোনো ধরনের আপোষ করা হবে না।’
আওয়ামী লীগের মনোনয়ন পেতে হলে যোগ্যতা প্রমাণ করতে হয় জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে, যোগ্যতার মাপকাঠিতে যারা এগিয়ে, আওয়ামী লীগ নির্বাচনে তাদেরকেই মনোনয়ন দেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম। এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।
অনুষ্ঠানে নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান শিল্পমন্ত্রী। এতে প্রশিক্ষণ প্রদান করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বরিশালের আঞ্চলিক ব্যবস্থাপক দিপু হাফিজুর রহমান।