আরো ছয় সপ্তাহ জামিন পেলেন মির্জা ফখরুল
নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আরো ছয় সপ্তাহ মঞ্জুর করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন বলে জানিয়েছেন মির্জা ফখরুলের আইনজীবী এহসানুর রহমান। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এর আগে গত ১৪ জুলাই ছয় সপ্তাহের জামিন নিয়ে চিকিৎসার জন্য দেশের বাইরে যান মির্জা ফখরুল। এ মুহূর্তে দেশের বাইরেই অবস্থান করছেন তিনি।
গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়। এর আগে ৪ জানুয়ারি তাঁর বিরুদ্ধে পল্টন, মতিঝিলসহ কয়েকটি থানায় নাশকতার মোট সাতটি মামলা হয়। এর পর একে একে সব মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পান এবং আপিল বিভাগও তা বহাল রাখেন।
কিন্তু গত ২১ জুন পল্টন থানার তিন মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল করলে আপিল বিভাগ তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেন। এর পর আদালতে সেই স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন জমা দেওয়া হলে ১৪ জুলাই তা পর্যালোচনা করে মির্জা ফখরুলের জামিন বহাল রাখেন আপিল বিভাগ।
রায়ে মির্জা ফখরুলকে ছয় সপ্তাহের মধ্যে উন্নত চিকিৎসা শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।