দুর্নীতি ঢাকতে গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি : মাহবুবুর রহমান
জ্বালানি খাতে আওয়ামী লীগের পাহাড় সমান দুর্নীতি চাপা দিতেই গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত অনুষ্ঠানে তিনি এ অভিযোগ বলেন।
বিএনপি নেতা বলেন, ‘তাদের পাহাড় সমান দুর্নীতি, সেটাকে আরো চিরস্থায়ী করার জন্য তারা মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন কখনো ঘটান না। আজকেও তারা আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটিয়ে তাদের পদাঘাত করছে।’
এ সময় বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার করে এর দাম কমিয়ে আনার দাবি জানান সাবেক এ সেনাপ্রধান। সরকার অযৌক্তিকভাবে জোরপূর্বক গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছে বলেও অভিযোগ করেন তিনি।
গত ২৭ আগস্ট গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রাহকপর্যায়ে গ্যাসের দাম ২৬ দশমিক ২৯ শতাংশ এবং বিদ্যুতের দাম ২ দশমিক ৯৩ শতাংশ বাড়ানো হয়েছে। এতে গ্যাসের জন্য এক চুলা ব্যবহারকারীদের ৬০০ টাকা এবং দুই চুলা ব্যবহারকারীদের ৬৫০ টাকা পরিশোধ করতে হবে। আগামীকাল মঙ্গলবার থেকে এসব সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানায় বিইআরসি।