শিশু নির্যাতনকারীরা কোনো দলের নয় : মাহবুবুর রহমান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান বলেছেন, ‘যারা শিশু নির্যাতন করছে তারা কোনো দলের নয়, তারা সন্ত্রাসী। দেশের মানুষ তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে।’
আজ শনিবার মাগুরার গুলিবিদ্ধ শিশু সুরাইয়া ও তার মা নাজমাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দেখতে গিয়ে গণমাধ্যমের কাছে এসব কথা বলেন মাহবুবুর রহমান।
বিএনপির এ নেতা বলেন, ‘যারা শিশুকে হত্যা করছে, তারা পাষণ্ড। তারা কোনো দলের না। যাঁরা দায়িত্বে আছেন তাঁদের তো দায়িত্ব পালন নিশ্চয়ই করতে হবে এবং জনগণকেও এগিয়ে আসতে হবে। এ শিশু হত্যার বিরুদ্ধে আমি মনে করি একটা বিরাট অভিযান শুরু করতে হবে।’
এ সময় দেশে আইনের শাসন না থাকার কারণে সম্প্রতি আশঙ্কাজনক হারে দেশে শিশু হত্যা ও নির্যাতন বৃদ্ধি পেয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।
এ ছাড়া শিশু নির্যাতনরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে দেশবাসীর প্রতিও আহ্বান জানান মাহবুবুর রহমান।