উড়ালসড়ক থেকে নামতে গিয়ে বাস পানিতে
রাজধানীর কুড়িল-বিশ্বরোড উড়ালসড়ক থেকে নামতে গিয়ে যাত্রীবাহী একটি বাস একটি প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে পাশের খালে পড়ে গেছে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার অপারেশন অফিসার গোলাম ফারুক এনটিভি অনলাইনকে জানান, আজ সোমবার সকালে তুরাগ পরিবহনের একটি বাস ফ্লাইওভার থেকে নামতে গিয়ে অপর একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খালে পড়ে যায়। এতে বাসের দু-তিনজন যাত্রী আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
খালে পড়ে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পুলিশের ক্রেন দিয়ে ডুবে যাওয়া বাসটি টেনে তোলে।
উদ্ধার করা বাস ও প্রাইভেট কার এখন খিলক্ষেত থানায় রয়েছে বলে জানান গোলাম ফারুক। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডুবে যাওয়া বাসটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল। দুর্ঘটনার পরে আহত অনেক যাত্রীকে স্থানীয় লোকজন উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।