ড্যান প্রেদার সঙ্গে ড. ইউনূসের বৈঠক
ঢাকা সফররত ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার উপকমিটির প্রধান ক্রিশ্চিয়ান ড্যান প্রেদার সঙ্গে বৈঠক করেছেন শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দূত পিয়ারে মায়দুনের গুলশানের বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, মায়দুনের বাসভবনে ড. ইউনূস প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন। সেখানে তিনি নৈশভোজে অংশ নেন। তবে বৈঠকে কী নিয়ে কথা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
এনটিভিতে প্রচারিত ভিডিওতে দেখা যায়, বৈঠকের পর একটি কালো গাড়িতে ওঠেন ড. মুহাম্মদ ইউনূস। সে সময় কয়েকজন সংবাদকর্মী চলন্ত গাড়ির দরজার কাছে গিয়ে বৈঠকের বিষয়ে কিছু বলতে ড. ইউনূসকে অনুরোধ করেন। এর কিছুক্ষণের মধ্যে তাঁকে বহনকারী গাড়িটি ওই স্থান ছেড়ে চলে যায়।
বৈঠকের পর ড্যান প্রেদা ইউনূসের সঙ্গে তোলা ছবি ফেসবুকে পোস্ট করেন। ছবির বর্ণনায় তিনি লিখেছেন, প্রথমবারের মতো তিনি নোবেলজয়ী ড. ইউনূসের সঙ্গে দেখা করেছেন।
এর আগে রাজধানীতে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধিদল। বৈঠক শেষে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানান ক্রিশ্চিয়ান ড্যান প্রেদা। তিনি একই সঙ্গে গত বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের দেওয়া বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বুধবার প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বলেছিলেন, মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের কোনো উদ্বেগ নেই। তিনি দাবি করেন, ইউরোপীয় প্রতিনিধিদলটি বুঝতে পেরেছে, মানুষ হরতাল ও অবরোধ প্রত্যাখ্যান করেছে।
প্রেদা গতকাল ডেইলি স্টার-এ প্রকাশিত প্রতিমন্ত্রীর বক্তব্য (প্রতিনিধিদল উদ্বিগ্ন নয়) উদ্ধৃত করে বলেন, এ কথা ঠিক নয়।