বিএনপির রক্তদান কর্মসূচিতেও পুলিশ বাধা দিচ্ছে : মুখপাত্র
দেশের বিভিন্ন স্থানে বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন প্রস্তুতিতে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিচ্ছে বলে অভিযোগ বিএনপির। এমনকি দলটির রক্তদান কর্মসূচিও করতে দিচ্ছে না।
আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ অভিযোগ করেন।urgentPhoto
সারা দেশে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে অভিযোগ করে বিএনপি মুখপাত্র বলেন, ‘এরই ধারাবাহিকতায় আমাদের পার্টির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে সহমর্মী সংগঠন জিসাস প্রতিবছর দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে রক্তদান কর্মসূচি করে থাকে। সেই রক্তদান কর্মসূচির প্যান্ডেল তারা সেখানে করেছিল। আইন প্রয়োগকারী সংস্থা সেই প্যান্ডেল ভেঙে দিয়েছে।’
এ পর্যন্ত দেশের অন্তত ৫০টি জেলা ও ৪০০ উপজেলায় প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন প্রস্তুতিতে সরকারি দলের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক।
এ সময় গতকাল রোববার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা করেন বিএনপির মুখপাত্র।
এ ছাড়া বিএনপি সম্পর্কে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাম্প্রতিক সমালোচনার জবাবে আসাদুজ্জামান রিপন বলেন, যারা প্রকৃত আওয়ামী লীগ করে তাদের কাছে জাসদের ৭২ থেকে ৭৫ সালের ভূমিকা পরিষ্কার। তৎকালীন গণবাহিনীর উপপ্রধানকে মন্ত্রিসভায় রাখাটা সরকারের জন্য দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি ।