জয়পুরহাট চেম্বারের এজিএম ও দোয়া মাহফিল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/05/22/photo-1526973418.jpg)
জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৩৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাট শহরের ধানমণ্ডি এলাকার পৌর কমিউনিটি সেন্টারে গতকাল সোমবার বিকালে চেম্বারের সভাপতি মো. আব্দুল হাকিম মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. রশীদুল হাসান।
সাংবাদিক খ. ম আব্দুর রহমান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ মো. আনিছুল হক, জয়পুরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মনিরুল ইসলাম, জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা ফজলুর রহমান, আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কমল, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সচিব মমতাজ উদ্দিন প্রমুখ।
সভায় কার্যবিবরণী অনুমোদন, ২০১৭ সালের বার্ষিক প্রতিবেদন পেশ, ২০১৭ সালের নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন, ২০১৮ সারের জন্য অডিটর নিয়োগ ও ফি নির্ধারণসহ বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক আ ত ম আব্দুল্লাহেল বাকি, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিক, ব্যবসায়ী নেতা, চেম্বারের প্রায় আট শতাধিক সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সব শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।