ঝালকাঠিতে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
ঝালকাঠিতে ৪০ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীকে তিন লাখ টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা মুসলিম এইড বাংলাদেশ এ সহায়তা দেয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু শিক্ষার্থীদের হাতে জনপ্রতি পাঁচ থেকে দশ হাজার টাকা তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক।
মুসলিম এইড বাংলাদেশের প্রতিনিধি ইকবাল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আসিকুল ইসলাম ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী ফারজানা আক্তার।
একই অনুষ্ঠানে শিল্পমন্ত্রী জেলার দুস্থ ও অসহায় ২৫০ জনকে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ ছাড়াও শিল্পমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে ১৫টি প্রতিষ্ঠান ও ২৭ জন ব্যক্তিকে পাঁচ লাখ ২০ হাজার টাকার চেক দেওয়া হয়।