রঙিন খোয়াব সফল হবে না : সেতুমন্ত্রী
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট বোমা মেরে সরকার হটানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিশ্বে বোমা মেরে কোনো সরকারকে ক্ষমতা থেকে হটানোর কোনো নজির এ যাবৎ নেই। কাজেই বোমা মেরে সরকার গঠনের, সরকার উৎখাতের যে রঙিন খোয়াব তারা দেখছে, এটা কিন্তু কখনো সফল হবে না।’
আজ শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোডে রেলওয়ে ওভারপাস পরিদর্শনকালে ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের ইচ্ছার বিরুদ্ধে এই সরকার কাজ করছে, সেটা তো বিরোধী দল। আন্দোলনকারী বিরোধী দলগুলো তারা কিন্তু প্রমাণ করতে পারেনি। তারা আজকে ছয় বছরে জনগণকে নিয়ে আন্দোলন করার তাদের যে প্রয়াস, সেটা ব্যর্থ প্রমাণিত হয়েছে। তারা জনগণকে নিয়ে আন্দোলন করতে পারেনি। এখন তারা যে আন্দোলন করছে, সেটা হলো ককটেল ও পেট্রল মেরে নিরীহ মানুষ হত্যা করার যে আন্দোলন, এটা তো আন্দোলন নয়; এটা হলো সন্ত্রাস, এটা হচ্ছে সহিংসতা।’
পদুয়ারবাজার বিশ্বরোডে রেলওয়ে ওভারপাস পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন আহমেদ ও প্রকল্প পরিচালক মাসুম সারওয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।