সাতক্ষীরা সীমান্তে দুটি সোনার বার জব্দ, আটক ১
সাতক্ষীরার লক্ষ্মীদাঁড়ি বেড়িবাঁধ সীমান্তে ইউসুফ আলী (৪০) নামের একজনকে আটক করা হয়েছে। আজ বুধবার দুপুর ৩টার দিকে আটকের সময় তাঁর কাছ থেকে দুটি সোনার বার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয় বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক ইউসুফ আলীর বাড়ির লক্ষ্মীদাঁড়ি গ্রামে। তাঁকে পুলিশের কাছে সোপর্দ করে সাতক্ষীরা থানায় মামলা করেছে বিজিবি।
বিজিবির ৩৮ ব্যাটালিয়নের ভোমরা কোম্পানির কমান্ডার সুবেদার গোলাম সরোয়ার জানান, হাবিলদার হাবিবুল্লাহর নেতৃত্বে একটি টহল দল সীমান্তের লক্ষ্মীদাঁড়ি বেড়িবাঁধে টহল দিচ্ছিল। এ সময় এক মোটরসাইকেলচালকের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে থামিয়ে তাঁর দেহ তল্লাশি করে দুটি সোনার বার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন ১০ ভরি। এ সময় তাঁর মোটর সাইকেলটিও জব্দ করা হয়।