নাশকতার দুই মামলা, মাহমুদুর রহমানের জামিন নাকচ
রাজধানীর শাহবাগ ও তেজগাঁও থানার নাশকতার দুই মামলায় দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন নাকচ করেছেন আদালত।
আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এই জামিনের আবেদন নাকচ করেন। এর আগে আজ মামলা দুইটিতে তাঁর আইনজীবী জয়নাল আবেদিন মেজবা জামিন চেয়ে শুনানি করেন।
সিএমএম আদালতে জামিন নাকচের পরিপ্রেক্ষিতে আজ মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হয়েছিল।
আইনজীবী জয়নুল আবেদীন মেজবা এনটিভি অনলাইনকে জানান, মাহমুদুর রহমান ছাড়া মামলা দুটির অপর সব আসামিই জামিনে আছেন। তারপরও আদালত মাহমুদুর রহমানকে জামিন দেননি।
২০১৩ সালে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় শাহবাগ ও তেজগাঁও থানায় তাঁর বিরুদ্ধে মামলা দুটি দায়ের করা হয়।
প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপে কথোপকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহসহ নানা অভিযোগে ২০১৩ সালের ১১ এপ্রিল মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারেই আটক আছেন।