রাজশাহীতে সর্বনিম্ন ফিতরা ৫৫, সর্বোচ্চ ১১৬৬ টাকা
রাজশাহীতে এ বছর সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা। ৩৩ টাকা কেজি দরে এক কেজি ৬৫০ গ্রাম আটার মূল্য হিসেবে এই ফিতরা নির্ধারিত হয়েছে। তবে রাজশাহীর স্থানীয় বাজারে তিন কেজি ৩০০ গ্রাম খেজুর অথবা সমপরিমাণ কিশমিশের মূল্যেও ফিতরা আদায় করা যাবে। এ হিসাবে কিশমিশের দাম প্রতি কেজি ৩৫০ টাকা ধরে এক হাজার ১৬৬ টাকা অথবা খেজুর প্রতি কেজি ২৫০ টাকা ধরে ৮৩৩ টাকায় ফিতরা আদায় করা যাবে।
রাজশাহীতে ফিতরা নির্ধারণ উপলক্ষে বুধবার মাগরিবের নামাজের পর মহানগরীর দরগাপাড়া এলাকার জামেয়া ইসলামিয়া শাহ মখদুম (রহ.) মাদ্রাসায় এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় রাজশাহী ও এর আশপাশের এলাকার জন্য এই ফিতরা নির্ধারণ করা হয়। এর আগে গত দুই বছর রাজশাহীতে জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ছিল ৫০ টাকা।
রাজশাহী ও আশপাশের এলাকার জন্য ফিতরা নির্ধারণী সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সালাহ উদ্দিন। সভায় রাজশাহী জামেয়া ইসলামিয়া শাহ মখদুম (রহ.) মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মোহাম্মদ শাহাদাত আলী, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান-বিন-মাজেদ, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক সাইফুল ইসলাম, বাংলাদেশ বেতারের উপ-আঞ্চলিক পরিচালক হাসান আক্তার, রাজশাহী বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, রাজশাহী শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মোস্তাফিজুর রহমান, রাজশাহী বড় মসজিদের পেশ ইমাম মোহাম্মাদ আবদুল গণিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।