মাগুরা জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল
মাগুরা জেলা পুলিশের আয়োজনে আজ বৃহস্পতিবার স্থানীয় পুলিশ লাইনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাগুরার পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান ইফতার ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
ইফতার ও দোয়া মাফফিলে যুব ও ক্রীড়া প্রতিমস্ত্রী ড. বীরেন সিকদার, জেলা ও দায়রা জজ মো. মফিজুর রহমান, জেলা প্রশাসক আতিকুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুণ্ডু, জেলা আওয়ামী লীগের সভাপতি খান তানজেল হোসেন, জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিকসহ দুই শতাধিক অতিথি অংশ নেন।
ইফতারের আগে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া করা হয়।