রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ দুই ‘মাদক বিক্রেতা’ নিহত
রাজশাহীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন দুই মাদক বিক্রেতা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে রাজশাহী মহানগর পুলিশের কর্ণহার থানার করমজা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার বেলাল ও নাজমুল। র্যাবের দাবি, নিহতরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের দাবি করেছে র্যাব।
রাজশাহী র্যাব-৫-এর উপ-অধিনায়ক মেজর এস এম আশারাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, পবা উপজেলার করমজা এলাকার একটি আমবাগানে মাদক ব্যবসায়ীরা মাদক কেনাবেচার প্রস্তুতি নিচ্ছে। এমন খবরে র্যাব-৫-এর একটি দল গতকাল রাত ১১টা ৫ মিনিটের দিকে সেখানে অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে এলাকায় তল্লাশি করে গুলিবিদ্ধ দুজনকে পাওয়া যায়। তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
মেজর এস এম আশারাফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদকের পাশাপাশি পাঁচ জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। এতে ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসায়ীদের অনেকেই ঘটনার সময় সেখানে ছিল।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, রাত পৌনে ১২টার দিকে গুলিবিদ্ধ দুই মাদক ব্যবসায়ীকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।