সেনবাগে বাজারে আগুন, সাত ব্যবসাপ্রতিষ্ঠান ছাই
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/06/03/photo-1528024396.jpg)
নোয়াখালীর সেনবাগ উপজেলার ছমির মুন্সির হাটে আগুনে পুড়ে গেছে প্রায় সাতটি ব্যবসা প্রতিষ্ঠান।
আজ রোববার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে, রাজু ইলেক্ট্রনিক্স, মাহিম কনফেকশনারি, মা কুলিং কর্ণার, খান টেলিকম ও আল মদিনা মেডিকেল হল। এ ছাড়া আগুনে হাবিব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আংশিক পুড়ে গেছে।
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে।
খবর পেয়ে চৌমুহনী থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু ততক্ষণে ওই ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
এদিকে আগুনের ভয়াবহতা দেখে মা কুলিং কর্ণারের মালিক জাকের হোসেন জ্ঞান হারান। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
ব্যবসায়ীদের অভিযোগ দীর্ঘ দিন ধরেই সেনবাগে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানিয়ে আসছেন তাঁরা। কারণ চৌমুহনী থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে যে সময় লাগে তাতে আগুনের মাত্রা আরো বেড়ে যায়। তাই সেনবাগে ফায়ার সার্ভিস স্টেশন থাকলে আগুন ক্ষয়ক্ষতি কম হতো বলেও মনে করেন স্থানীয় ব্যবসায়ীরা।