তালা উপজেলা যুবলীগের আহ্বায়ক গ্রেপ্তার
পুলিশকে লাঞ্ছিত করে চোরাই মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলা যুবলীগের আহ্বায়ক সরদার জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেছে পুলিশ।
সাতক্ষীরা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার সাঈদ এ খবর নিশ্চিত করে বলেন, জাকিরকে গ্রেপ্তারের পর দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, তালার সহকারী উপপরিদর্শক (এএসআই) মনির হোসেন বুধবার স্থানীয় একটি গ্যারেজ থেকে একটি চোরাই মোটরসাইকেল আটক করেন। উপজেলা যুবলীগের আহ্বায়ক সরদার জাকির হোসেন তাঁর লোকজন নিয়ে মনিরকে লাঞ্ছিত করে মোটরসাইকেলটি ছিনিয়ে নেন। এরপর থেকে পুলিশ তাঁকে খুঁজছিল। আজ বৃহস্পতিবার তালা বাজার থেকে জাকিরকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা তাঁর শাস্তি দাবি করেন।
পুলিশ সূত্র জানায়, দিনভর থানায় রেখে বিকেলে জাকিরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার প্রক্রিয়া শুরু করা হয়। তাঁকে ছেড়ে দিতে কোনো কোনো মহল থেকে চাপ আসে কিন্তু পুলিশ তা প্রত্যাখ্যান করেছে।