অপকর্মকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে : সেতুমন্ত্রী

দলের ভেতর অপকর্ম করে যারা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, তাদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, অপকর্মকারীদের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে।
আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার প্রভাকরদি সেতু উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
সম্প্রতি রাজধানীতে বঙ্গবন্ধুর ৪০তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের একটি আলোচনা সভায় প্রধানমন্ত্রী সংগঠনটি থেকে ‘আগাছা ও পরগাছা’ তুলে ফেলার নির্দেশ দেন। এর পরই দলের ভেতরে থেকে যারা অপকর্ম করছে, তাদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু হয় বলে জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য।
এ সময় পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আসন্ন ঈদের প্রস্তুতির বিষয়টিও সাংবাদিকদের জানান। তিনি বলেন, ‘আসন্ন ঈদুল আজহার আগে ঘরমুখী মানুষের দুর্ভোগ কমাতে আরো ১০ দিন আগে থেকেই কাজ শুরু করে দিয়েছি। যেসব পয়েন্টে গত ঈদুল ফিরতের সময় যানজট হয়েছে বা দুর্ঘটনা ঘটেছে, সেখানে রাস্তা প্রশস্ত করে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে।’
প্রভাকরদি সেতু ১৬০ ফুট লম্বা। এটি নির্মাণে ব্যয় হয়েছে চার কোটি ৭২ লাখ টাকা। সেতুটি নির্মাণের ফলে আড়াইহাজার উপজেলার কয়েক লাখ মানুষ রাজধানীর সঙ্গে যোগাযোগের সুবিধা পাবে।
সেতু উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। পরে সেতুমন্ত্রী স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।