পাকুন্দিয়ায় বাল্যবিবাহের দায়ে বর-কনের বাবাকে সাজা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/09/04/photo-1441386353.jpg)
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা গ্রামে বাল্যবিবাহের অনুষ্ঠানে অভিযান চালিয়ে বর ও কনের বাবাকে সাতদিন করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোশারফ হোসেন খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল কনের বাড়িতে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন।
জানা যায়, কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের কালটিয়া গ্রামের আবদুল খালেকের ছেলে মাজহারুল আলমের (২১) সঙ্গে পাকুন্দিয়ার চণ্ডিপাশা গ্রামের নূরুল ইসলামের কিশোরী মেয়ের (১৪) আজ শুক্রবার বিয়ে হওয়ার কথা ছিল। কনে স্থানীয় কোদালিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ে।
গ্রামবাসীদের কাছে খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে গিয়ে কনের বাবা নূরুল ইসলাম ও বর মাজহারুল আলমকে সাতদিনের কারাদণ্ডাদেশ দেন।
পাকুন্দিয়ার ইউএনও মোহাম্মদ মোশারফ হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।