১৬ কেজি সোনা উদ্ধার, আটক এক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬ কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক ও গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তিকে আটক করা হয়।
গতকাল শুক্রবার রাতে বিমানবন্দরের টয়লেট থেকে এসব সোনা উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার মধ্যে এক কেজি ওজনের ১২টি বার ও চার কেজি চেইন রয়েছে।
শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান বলেন, ‘আমরা হাতে- নাতে কাউকে আটক করতে পারিনি। তবে ওই সময় এস এম নরুল ইসলাম নামের একজনকে আটক করতে সক্ষম হয়েছি। তাঁর যে সিকিউরিটি পাস সেটাও সন্দেহজনক ছিল। এ সিকিউরিটি পাশের মেয়াদ ১১ আগস্ট, ২০১৫ তে উত্তীর্ণ হয়ে যায়। কিন্তু উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তিনি ডিউটি পাস পান। তাহলে তিনি এয়ার পোর্টের মতো একটা কেপিআই জোনে কীভাবে ঢুকলেন এটি আমরা পরীক্ষা করে দেখছি।’
এ ছাড়া আটক ব্যক্তির মোবাইল ফোন জব্ধ করে তিনি কার কার সঙ্গে যোগাযোগ করেছেন সেসব পরীক্ষা করা হচ্ছে। ডিউটি পাস সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক।