সাভারে অপহরণের একদিন পর ব্যবসায়ী উদ্ধার
সাভারে অপহরণের একদিন পর ব্যবসায়ী পারভেজকে আজ শনিবার সকালে উদ্ধার করেছেন র্যাব ৪-এর সদস্যরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
urgentPhoto
আটক ব্যক্তির নাম এরশাদুজ্জামান রুবেল (২৬)। তিনি ঢাকার কেরানীগঞ্জ থানার মিলকাহাট গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে র্যাব ৪-এর অপারেশন পরিচালনাকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সুপ্রভাত মণ্ডল জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গার্মেন্টের স্টক লটের মালামাল বিক্রি শেষে ঢাকায় ফেরার পথে ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়ার জোড়পুল এলাকা থেকে পারভেজকে অপহরণ করা হয়। বৃহস্পতিবার একদল দুর্বৃত্ত পিস্তল ঠেকিয়ে, হাত-পা বেঁধে তাঁকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ বিষয়ে উদ্ধার হওয়া ব্যবসায়ী পাভেজ বলেন, ‘আমাকে সাভারের ফুলবাড়িয়া জোড়পুল থেকে ৮-১০ জন ধরে নিয়ে গেছে। যাওয়ার পর আমার কাছে একশ পিস শার্ট, ৫০ হাজার টাকা ছিল। টাকাটা ওরা আমার কাছ থেকে প্রথমেই নিয়ে গেছে। নেওয়ার পর আমারে খুব মারছে, বিড়ি-সিগারেটের আগুন দিয়ে পোড়ায় দিছে। এরপর আমার গালের ভেতর পিস্তল ঠেকায়ে দিয়া বলছে তোর সাথে কে আছে, তারে ফোন দে। পরে আমার নম্বর দিয়া আমার বন্ধুর কাছে ফোন দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।’
এসআই সুপ্রভাত মণ্ডল আরো জানান, স্বজনরা বিষয়টি র্যাবকে জানালে আজ ভোরে সাভারের বড়য়ালী এলাকা থেকে পারভেজকে উদ্ধার করে র্যাবে-৪ এর সদস্যরা। এ সময় অপহরণকারীদের একজনকে আটক করা গেলেও বাকিরা পালিয়ে যায়। আটক এরশাদুজ্জামান রুবেলকে আইনি প্রক্রিয়া শেষে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।