আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীদের ঈদ সামগ্রী দিল পুলিশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/06/14/photo-1528976000.jpg)
ঝালকাঠিতে আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের ঈদ সামগ্রী দিয়েছে ঝালকাঠি জেলা পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে ১৪ জনকে ঈদ সামগ্রী তুলে দেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান।
এই ১৪ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারী এর আগে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তাঁরা ভবিষ্যতে মাদকের সঙ্গে জড়িত থাকবেন না বলেও অঙ্গীকার করেন।
পুলিশ তাঁদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে নানা উদ্যোগ নিয়েছে। তাঁদের পুনর্বাসনের জন্য টাকা ও সেলাই মেশিন দিয়েছিল জেলা পুলিশ।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহামুদ হাসান, জেলা সমবায় কর্মকর্তা আলমগীর খান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গায়েন ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান মিয়া।