পঞ্চগড়ে ‘ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন’
পঞ্চগড় জেলার বোদা উপজেলায় পারিবারিক কলহের জের ধরে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই নিহতের ছোট ভাই পলাতক রয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের গেদেরকুড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত রেজাউল করিম লেবু উপজেলার গেদেরকুড়ি বাজারের সিরাজ উদ্দিনের ছেলে।
ঘটনার সময় আহত লেবুর ভাই ওমর ফারুককে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলাতক রয়েছে তাদের সবার ছোট ভাই মিনহাজ আলী।
আজ শুক্রবার সকালে পঞ্চগড়ের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুদর্শন কুমার রায় বলেন, গতকাল রাতে পারিবারিক কলহের জের ধরে গেদেরকুড়ি বাজারে রেজাউল করিম লেবুর সঙ্গে তাঁর ছোট ভাই মিনহাজ আলীর কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে লেবু ছুরিকাঘাতে গুরুতর আহত হন। মধ্যরাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার পর থেকেই মিনহাজ পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।