এসআই পরিচয়ে চাঁদাবাজির সময় আটক ১
সাভারে পুলিশ পরিচয় দিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করার সময় জাকির মিয়া (২৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় ব্যবসায়ীরা। পরে গণপিটুনি দিয়ে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
গতকাল শুক্রবার রাতে সাভারের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় এক দোকানে চাঁদা তোলার সময় জাকির মিয়া নামে ওই ব্যক্তিকে আটক করে স্থানীয় ব্যবসায়ীরা। দীর্ঘদিন থেকে পুলিশের এসআই পরিচয়ে জাকির চাঁদাবাজি করে আসছিলেন। জাকিরের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাপুরিয়া সদরদি গ্রামে।
ব্যবসায়ীদের বরাত দিয়ে সাভার মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাহিদ হাসান জানান, সাভার মডেল থানার এসআই পরিচয় দিয়ে জাকির ব্যবসায়ীদের বিভিন্ন মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তারের ভয়ভীতি দেখিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। এ সময় ব্যবসায়ীদের বিষয়টি সন্দেহ হলে তাঁরা জাকিরকে আটকে রেখে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে।
আটক ভুয়া পুলিশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলেও জানান এএসআই।