হাত খরচ বাঁচিয়ে দরিদ্রদের মধ্যে ঈদের পোশাক বিতরণ
নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া কলোনি এলাকার কয়েকজন তরুণ তাদের ঈদ ও হাত খরচ থেকে টাকা বাঁচিয়ে দরিদ্রদের মধ্যে শাড়ি, লুঙ্গি ও শার্ট এবং শিশুদের পোশাক বিতরণ করেছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া কলোনি এলাকার স্থানীয় তরুণ আদর, হাসিব, নাফিজ, নাফিউর ও সুস্ময় তাঁদের সঞ্চিত অর্থ থেকে প্রায় ২০০ পরিবারের মধ্যে এসব পোশাক বিতরণ করেন।
বাঙ্গাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদের এসব পোশাক বিতরণ করেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন। এ সময় প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও এনটিভির স্টাফ করেসপনডেন্ট আসাদুর রহমান জয়, প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক অব্দুর রউফ পাভেল, বেলকোন গ্রুপের জিএম আবু ওয়াহিদ হোসেন আলালসহ উদ্যোগী তরুণরা উপস্থিত ছিলেন।